চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর অ্যাডাম ক্যাপ নামের একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তবে আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।