সৌদি আরবে মসজিদ ও স্কুলের কাছাকাছি সিগারেট দোকান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সৌদি আরবে মসজিদ ও স্কুলের কাছাকাছি সিগারেট দোকান নিষিদ্ধ

সৌদি আরবে নতুন নিয়মে মসজিদ ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো সিগারেট বা তামাকপণ্যের দোকান স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মটি জনস্বাস্থ্য রক্ষা, বিধিমালা মেনে চলা ও বাণিজ্যিক পরিবেশকে নিরাপদ ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, সিগারেট, ই-সিগারেট, শীশা ও অন্যান্য তামাকজাত পণ্য ও সরঞ্জাম বিক্রির জন্য দোকানগুলোকে কঠোর শর্ত মানতে হবে। লাইসেন্স পেতে হলে দোকানটি বৈধ বাণিজ্যিক রেজিস্ট্রেশন, সিভিল ডিফেন্স অনুমোদন, পৌর লাইসেন্সিং আইনের পূর্ণতায়ন, শহরের বাণিজ্যিক ভবনে অবস্থিত এবং ন্যূনতম আকার ৩৬ বর্গমিটার হতে হবে।

দোকান পরিচালনার ক্ষেত্রে সাইনবোর্ডে কেবল দোকানের নাম প্রদর্শন করা যাবে; কোনো লোগো বা প্রচারণামূলক ছবি ব্যবহার নিষিদ্ধ। ফুটপাত ব্যবহার, পাবলিক স্পেসে দোকান সম্প্রসারণও সম্পূর্ণ নিষিদ্ধ। অভ্যন্তরীণ ও বাহ্যিক সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা এবং স্বাস্থ্যকর পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক।

স্থাপত্য ও কারিগরি শর্তাবলীর মধ্যে রয়েছে নাগরিক প্রবেশের জন্য র‍্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যথাযথ বাতাস চলাচল, আলো ও এসি ব্যবস্থা।

তামাকপণ্য বিক্রির জন্য আরও কড়াকড়ি শর্ত দেওয়া হয়েছে—১৮ বছরের নিচে বিক্রি নিষিদ্ধ, উৎসের প্রমাণপত্র রাখা বাধ্যতামূলক, কোনো পুনঃপ্যাকেজিং বা মিশ্রণ নিষিদ্ধ, পণ্যের মান SFDA অনুমোদিত হতে হবে। একক সিগারেট বিক্রি, বিনামূল্যে নমুনা বা প্রোমোশনও সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রদর্শনী ও মোড়ক সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, পণ্য সিলযুক্ত প্যাকেটে থাকবে, ভেন্ডিং মেশিনে বিক্রি নিষিদ্ধ, মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সতর্কীকরণ লেবেল ও কিউআর কোড থাকতে হবে।

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। নতুন বিধিনিষেধ কার্যকর হলে তামাক ব্যবসায় নিয়ন্ত্রণ বাড়বে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং শহরের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরবে মসজিদ ও স্কুলের কাছাকাছি সিগারেট দোকান নিষিদ্ধ

সৌদি আরবে মসজিদ ও স্কুলের কাছাকাছি সিগারেট দোকান নিষিদ্ধ

সৌদি আরবে নতুন নিয়মে মসজিদ ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো সিগারেট বা তামাকপণ্যের দোকান স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মটি জনস্বাস্থ্য রক্ষা, বিধিমালা মেনে চলা ও বাণিজ্যিক পরিবেশকে নিরাপদ ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, সিগারেট, ই-সিগারেট, শীশা ও অন্যান্য তামাকজাত পণ্য ও সরঞ্জাম বিক্রির জন্য দোকানগুলোকে কঠোর শর্ত মানতে হবে। লাইসেন্স পেতে হলে দোকানটি বৈধ বাণিজ্যিক রেজিস্ট্রেশন, সিভিল ডিফেন্স অনুমোদন, পৌর লাইসেন্সিং আইনের পূর্ণতায়ন, শহরের বাণিজ্যিক ভবনে অবস্থিত এবং ন্যূনতম আকার ৩৬ বর্গমিটার হতে হবে।

দোকান পরিচালনার ক্ষেত্রে সাইনবোর্ডে কেবল দোকানের নাম প্রদর্শন করা যাবে; কোনো লোগো বা প্রচারণামূলক ছবি ব্যবহার নিষিদ্ধ। ফুটপাত ব্যবহার, পাবলিক স্পেসে দোকান সম্প্রসারণও সম্পূর্ণ নিষিদ্ধ। অভ্যন্তরীণ ও বাহ্যিক সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা এবং স্বাস্থ্যকর পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক।

স্থাপত্য ও কারিগরি শর্তাবলীর মধ্যে রয়েছে নাগরিক প্রবেশের জন্য র‍্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যথাযথ বাতাস চলাচল, আলো ও এসি ব্যবস্থা।

তামাকপণ্য বিক্রির জন্য আরও কড়াকড়ি শর্ত দেওয়া হয়েছে—১৮ বছরের নিচে বিক্রি নিষিদ্ধ, উৎসের প্রমাণপত্র রাখা বাধ্যতামূলক, কোনো পুনঃপ্যাকেজিং বা মিশ্রণ নিষিদ্ধ, পণ্যের মান SFDA অনুমোদিত হতে হবে। একক সিগারেট বিক্রি, বিনামূল্যে নমুনা বা প্রোমোশনও সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রদর্শনী ও মোড়ক সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, পণ্য সিলযুক্ত প্যাকেটে থাকবে, ভেন্ডিং মেশিনে বিক্রি নিষিদ্ধ, মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সতর্কীকরণ লেবেল ও কিউআর কোড থাকতে হবে।

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। নতুন বিধিনিষেধ কার্যকর হলে তামাক ব্যবসায় নিয়ন্ত্রণ বাড়বে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং শহরের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত