বিনোদন জগতের ছোট ও বড়পর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সবসময় আলোচনায় থাকেন তার অভিনয় দক্ষতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে। তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি বেশ সরব। প্রতিদিনের দিনযাপন থেকে শুরু করে দেশ–বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত।
তবে এবার তিনি ভক্ত–অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন নিজের ব্যক্তিগত অনুভূতি। বৃহস্পতিবার মধ্যরাতে এলোমেলো চুলের একটি ছবি পোস্ট করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।
স্ট্যাটাসে সুনেরাহ লেখেন, “শুটিং শেষ করে আজ রাতে বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম। চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে। নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল। ভাবলাম—কখনো চুল মসৃণ, সোজা, রেশমি হয়; কখনো আবার এমন কোঁকড়ানো। প্রতিটা হেয়ারস্টাইলেই আমি একেবারে আলাদা দেখি নিজেকে।”
তিনি আরও বলেন, “কখনো রোদে পোড়া গায়ের রঙে ট্যান লেগে চকচক করে, আবার কখনো সমান টোনের হালকা বাদামি ত্বক। অবাক লাগে, প্রতিবার পর্দায় নতুন চরিত্রে অভিনয় করার সময় আমার চেহারাটা কতভাবে বদলে যায়। আর যেমনটা পর্দায় হয়, তেমনই জীবনের প্রতিটা রূপও আমি সমান ভালোবাসি। সত্যি, এটা এক অন্যরকম জাদু।”
নিজেকে প্রতিদিন আরও ভালো সংস্করণে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে সুনেরাহ লেখেন, “আমি এখন প্রতিদিন নিজের একটু ভালো সংস্করণ হওয়ার চেষ্টা করছি—কাউকে হারানোর জন্য নয়, নিজের জন্যই। তাই বলি, নিজের দিকে মন দিন। ভালোবাসা নিন, ভালোবাসা ছড়িয়ে দিন। আর বিনয়ী থাকুন।”
শেষে তিনি যোগ করেন, “কেউ আমার এক রূপ পছন্দ করবে, কেউ অন্যটা। কেউ হয়তো কোনোটাই করবে না। কিন্তু তাতে কিছু যায় আসে না। জীবন এত বড়—করার মতো কাজও অনেক। নিজের উন্নতি, নতুন কিছু শেখা আর সৃষ্টির আনন্দে ব্যস্ত থাকলে অন্যের খুঁত ধরার সময়ই থাকে না।”
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় সুনেরাহ বিনতে কামালের এই স্ট্যাটাস ইতোমধ্যে ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ভাবনার প্রশংসা করছেন।