ঘুষের অভিযোগে গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ঘুষের অভিযোগে গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আইআরডি থেকে তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মনে করেছে।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর শামীমা আক্তারকে গ্রেপ্তার করে যশোর দুর্নীতি দমন কমিশন।
এর আগের দিন অর্থাৎ ৬ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক।
তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই রাজস্ব কর্মকর্তা শামীমাকে গ্রেপ্তার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন জানান, “ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।”

শামীমা আক্তার বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
তিনি যশোর কোতোয়ালি থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার বাসিন্দা, আর তার সহযোগী হাসিবুর রহমান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

দুদকের উপপরিচালক সালাহউদ্দীন আরও বলেন, “ঘুষের এই টাকার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘুষের অভিযোগে গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

ঘুষের অভিযোগে গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আইআরডি থেকে তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মনে করেছে।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর শামীমা আক্তারকে গ্রেপ্তার করে যশোর দুর্নীতি দমন কমিশন।
এর আগের দিন অর্থাৎ ৬ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক।
তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই রাজস্ব কর্মকর্তা শামীমাকে গ্রেপ্তার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন জানান, “ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।”

শামীমা আক্তার বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
তিনি যশোর কোতোয়ালি থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার বাসিন্দা, আর তার সহযোগী হাসিবুর রহমান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

দুদকের উপপরিচালক সালাহউদ্দীন আরও বলেন, “ঘুষের এই টাকার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত