শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে — ড. মির্জা গালিব

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে — ড. মির্জা গালিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. মির্জা গালিব লেখেন, চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল জয় পেয়েছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২০টি। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সব মিলিয়ে পেয়েছে শুধু একটি এজিএস পদ। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের একচেটিয়া সমর্থন পাচ্ছে শিবির—এটা এক নতুন বাংলাদেশের গল্প বলছে।

তিনি আরও লেখেন, অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরনো রাজনৈতিক স্টাইল দিয়ে আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে, ছাত্রদের অধিকার নিয়ে গঠনমূলক রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান, পরিশীলিত হতে হবে। গুণ্ডামি বা ভয়ভীতির রাজনীতি দিয়ে আর সফল হওয়া সম্ভব নয়।

পরিশেষে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক বলেন, “এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।”

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫-এ বিপুল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। আজ সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রাকসুর ২৩ পদের মধ্যে ২০টি পদ পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে — ড. মির্জা গালিব

শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে — ড. মির্জা গালিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. মির্জা গালিব লেখেন, চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল জয় পেয়েছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২০টি। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সব মিলিয়ে পেয়েছে শুধু একটি এজিএস পদ। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের একচেটিয়া সমর্থন পাচ্ছে শিবির—এটা এক নতুন বাংলাদেশের গল্প বলছে।

তিনি আরও লেখেন, অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরনো রাজনৈতিক স্টাইল দিয়ে আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে, ছাত্রদের অধিকার নিয়ে গঠনমূলক রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান, পরিশীলিত হতে হবে। গুণ্ডামি বা ভয়ভীতির রাজনীতি দিয়ে আর সফল হওয়া সম্ভব নয়।

পরিশেষে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক বলেন, “এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।”

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫-এ বিপুল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। আজ সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রাকসুর ২৩ পদের মধ্যে ২০টি পদ পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত