জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, এটি কেবল লোক দেখানো ও জুলাইয়ের সঙ্গে প্রতারণা— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ যদি আইনি কাঠামো না পায়, তবে এটি জনগণকে বিভ্রান্ত করার একটি নাটক ছাড়া আর কিছু নয়। ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য ডাক দেয়, এনসিপি অবশ্যই তাতে সাড়া দেবে। নোট অব ডিসেন্টের (ভিন্নমত) সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।”
প্রতীক ইস্যুতে তিনি বলেন, এনসিপির প্রতীক হবে ‘শাপলা’। এই প্রতীক নিয়েই তার দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের অবস্থান ধরে রাখতে এখনো ষড়যন্ত্রে লিপ্ত। কিছু রাজনৈতিক দল সমঝোতার পথ বেছে নিলেও জাতীয় নাগরিক পার্টি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা স্বাক্ষর করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “সালাহউদ্দিন আহমদ ‘জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট’ বলেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি তার বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।”