কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েল!

,
কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েল!
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম হিট চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ ২০২২ সালে মুক্তি পায়।

সিনেমাটির মাধ্যমে রণবীর কাপুর পুনরায় বক্স অফিসে প্রত্যাবর্তন করেন।রণবীর-আলিয়া-অমিতাভ অভিনীত সিনেমাটি বলিউডের বহুল প্রতীক্ষিত একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি আগে থেকেই নির্ধারিত ছিল যে ‘ব্রহ্মাস্ত্র’ একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে বলিউড কাঁপাতে যাচ্ছে। তবে এবার অফিসিয়াল ঘোষনা এলো সিনেমাটির প্রধান চরিত্র রণবীর কাপুরের মুখ থেকেই। অভিনেতা সম্প্রতি ‘অ্যানিমেল’-এর শুটিংয়ের পর বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন এবং নিজের কন্যার সাথে সময় কাটাবেন। তবে এরপরেই তিনি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে রণবীর ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে বলেছেন, “ব্রহ্মাস্ত্র ২ এবং ৩ তৈরি হবে। অয়ন মুখার্জি সিনেমার স্ক্রিপ্ট লিখছেন।” তিনি আরো বলেন যে তারা ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। সিক্যুয়েলে ‘দেব’-এর রহস্যময় চরিত্রের গল্প বর্ণনা করার পরিকল্পনা করছেন অয়ন।

এর আগে সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে অয়ন পিটিআই’কে বলেছিলেন, ‘ব্রহ্মাস্ত্র দ্বিতীয় পর্বে নাটকীয় দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ‘দেব’-এর অন্ধকার গল্প উঠে আসবে।’

রণবীর কাপুর এখন নিজের আসন্ন চলচ্চিত্র ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রচারে ব্যস্ত। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর শুটিংও করছেন অভিনেতা। এতে আরো অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা। অনিল কাপুর এবং ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিনেমাটিতে। ২০২৩ সালের আগস্টে পর্দায় আসবে ‘অ্যানিমেল।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েল!

কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েল!
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম হিট চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ ২০২২ সালে মুক্তি পায়।

সিনেমাটির মাধ্যমে রণবীর কাপুর পুনরায় বক্স অফিসে প্রত্যাবর্তন করেন।রণবীর-আলিয়া-অমিতাভ অভিনীত সিনেমাটি বলিউডের বহুল প্রতীক্ষিত একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি আগে থেকেই নির্ধারিত ছিল যে ‘ব্রহ্মাস্ত্র’ একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে বলিউড কাঁপাতে যাচ্ছে। তবে এবার অফিসিয়াল ঘোষনা এলো সিনেমাটির প্রধান চরিত্র রণবীর কাপুরের মুখ থেকেই। অভিনেতা সম্প্রতি ‘অ্যানিমেল’-এর শুটিংয়ের পর বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন এবং নিজের কন্যার সাথে সময় কাটাবেন। তবে এরপরেই তিনি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে রণবীর ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে বলেছেন, “ব্রহ্মাস্ত্র ২ এবং ৩ তৈরি হবে। অয়ন মুখার্জি সিনেমার স্ক্রিপ্ট লিখছেন।” তিনি আরো বলেন যে তারা ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। সিক্যুয়েলে ‘দেব’-এর রহস্যময় চরিত্রের গল্প বর্ণনা করার পরিকল্পনা করছেন অয়ন।

এর আগে সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে অয়ন পিটিআই’কে বলেছিলেন, ‘ব্রহ্মাস্ত্র দ্বিতীয় পর্বে নাটকীয় দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ‘দেব’-এর অন্ধকার গল্প উঠে আসবে।’

রণবীর কাপুর এখন নিজের আসন্ন চলচ্চিত্র ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রচারে ব্যস্ত। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর শুটিংও করছেন অভিনেতা। এতে আরো অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা। অনিল কাপুর এবং ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিনেমাটিতে। ২০২৩ সালের আগস্টে পর্দায় আসবে ‘অ্যানিমেল।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত