যশোরে ইয়ামিন পারভেজ (১৫) নামে এক স্কুল ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ঝুমঝুমপুরে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে। আহত ইয়ামিন শহরের মোল্লা পাড়া আমতলা এলাকার বিপ্লব হোসেনের ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইয়ামিন জানায়, সে মোল্লাপাড়া আইডিয়াল স্কুলে ১০ শ্রেণিতে লেখাপড়া করে। সোমবার স্কুল ছুটির পর বাইরে আসলে ঝুমঝুমপুর এলাকার চিহ্নিত দুর্বৃত্ত জাহিদ ও সাকিব তাকে বর্ডার গার্ড পাবলিক স্কুলের কাছে ডেকে নিয়ে যায়। তখন কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালায়। পরে সহপাঠিরা খবর শুনে সেখানে ছুটে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনে। কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা বলতে পারেনি আহত ইয়ামিন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ইয়ামিনের অবস্থা গুরুতর। সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।