যশোরে ছুরিকাঘাতে দুইজনকে খুন

,
যশোরে ছুরিকাঘাতে দুইজনকে খুন
ছবি: সংগৃহীত

যশোরে আলাদা ঘটনায় দুইজন খুন হয়েছে। শুক্রবার(৩১ মার্চ) রাতে সদর উপজেলার ঘুরুলিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ইউনুস আলী (২৫) ও শেখহাটি তরফ নওয়াপাড়ার তমালতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নাহিদ হাসান (১৬) খুন হয়।

নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ইউনুস আলী ঘুরুলিয়ার আব্দুল লতিফের ছেলে ও নাহিদ হাসান তমালতলার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান শুরু করেছে।

ঘুরুলিয়ার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ইউনুসের বউ ও ইউসুফ আলীর বউ বিবাদে জড়িয়ে পড়ে। এসময় ইউসুফ বউয়ের পক্ষ নিয়ে ভাবিকে গালমন্দ করে। পরে ইউনুস বাড়িতে আসলে বউ ঘটনাটি তাকে জানায়। রাত ৮ টার দিকে ছোট ভাই ইউসফের কাছে ভাবিকে গালমন্দের কারণ জানতে চাইলে সে বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ হয়। এসময় দুই ভাই গোলযোগে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ইউসুফ বড় ভাই ইউনুসকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ইউসুফ পলাতক রয়েছে। নিহত ইউনুস নির্মাণ শ্রমিকের কাজ করতো।

এদিকে, রাত ৯ টার দিকে শেখহাটি তরফ নওয়াপাড়ার তমালতলার শফিয়ার রহমান মডেল একাডেমীর পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কিশোর নাহিদ।

নিহতের চাচাতো ভাই হাসিব জানান, বর্তমানে নাহিদ বড় ভাই বোরহানের পার্টসের দোকানে (বোরহান অটো) থাকে। ঘটনার রাতে নাহিদ ও তার দুই বন্ধু শফিয়ার রহমান মডেল একাডেমীর পাশে বসে ছিল। এসময় বারান্দীপাড়ার কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে মারপিট করে । পরে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসিব জানান, নাহিদ এক সময় শফিয়ার রহমান মডেল স্কুলের ছাত্র ছিলো। ১ বছর আগে স্কুলে ছবি তোলা নিয়ে বারান্দীপাড়ার কয়েকজনের সাথে গোলযোগ হয়। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা নাহিদকে খুন করে ।

নাহিদ জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বারান্দীপাড়ার অন্তরের নেতৃত্বে নাহিদকে খুন করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বাবু জানান, দুই জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইউনুস খুন হয়েছে।

তবে নাহিদের খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যশোরে ছুরিকাঘাতে দুইজনকে খুন

যশোরে ছুরিকাঘাতে দুইজনকে খুন
ছবি: সংগৃহীত

যশোরে আলাদা ঘটনায় দুইজন খুন হয়েছে। শুক্রবার(৩১ মার্চ) রাতে সদর উপজেলার ঘুরুলিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ইউনুস আলী (২৫) ও শেখহাটি তরফ নওয়াপাড়ার তমালতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নাহিদ হাসান (১৬) খুন হয়।

নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ইউনুস আলী ঘুরুলিয়ার আব্দুল লতিফের ছেলে ও নাহিদ হাসান তমালতলার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান শুরু করেছে।

ঘুরুলিয়ার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ইউনুসের বউ ও ইউসুফ আলীর বউ বিবাদে জড়িয়ে পড়ে। এসময় ইউসুফ বউয়ের পক্ষ নিয়ে ভাবিকে গালমন্দ করে। পরে ইউনুস বাড়িতে আসলে বউ ঘটনাটি তাকে জানায়। রাত ৮ টার দিকে ছোট ভাই ইউসফের কাছে ভাবিকে গালমন্দের কারণ জানতে চাইলে সে বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ হয়। এসময় দুই ভাই গোলযোগে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ইউসুফ বড় ভাই ইউনুসকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ইউসুফ পলাতক রয়েছে। নিহত ইউনুস নির্মাণ শ্রমিকের কাজ করতো।

এদিকে, রাত ৯ টার দিকে শেখহাটি তরফ নওয়াপাড়ার তমালতলার শফিয়ার রহমান মডেল একাডেমীর পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কিশোর নাহিদ।

নিহতের চাচাতো ভাই হাসিব জানান, বর্তমানে নাহিদ বড় ভাই বোরহানের পার্টসের দোকানে (বোরহান অটো) থাকে। ঘটনার রাতে নাহিদ ও তার দুই বন্ধু শফিয়ার রহমান মডেল একাডেমীর পাশে বসে ছিল। এসময় বারান্দীপাড়ার কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে মারপিট করে । পরে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসিব জানান, নাহিদ এক সময় শফিয়ার রহমান মডেল স্কুলের ছাত্র ছিলো। ১ বছর আগে স্কুলে ছবি তোলা নিয়ে বারান্দীপাড়ার কয়েকজনের সাথে গোলযোগ হয়। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা নাহিদকে খুন করে ।

নাহিদ জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বারান্দীপাড়ার অন্তরের নেতৃত্বে নাহিদকে খুন করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বাবু জানান, দুই জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইউনুস খুন হয়েছে।

তবে নাহিদের খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত