বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব, রবীন্দ্র শ্রী বড়ুয়া। রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস আয়োজনে, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এর উপপরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে শনিবার ১লা (এপ্রিল) দুপুর ১২ টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ধামের হাট নামক এলাকায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আপনারা বলেন সারের দাম বাড়ছে কেন? এক কেজি ইউরিয়া সার সরকারকে কিনতে হয় ৯২ টাকা অথচ কৃষক পায় ২২টাকা কেজি দরে। সরকার এক কেজি ইউরিয়া সারে ভর্তুকি খায় ৭০ টাকা। পৃথিবীর সব দেশেই জিনিস পত্রের দাম বাড়ছে, বাংলাদেশ কি পৃথিবীর বাইরের দেশ, বাংলাদেশেও এর প্রভাব পড়াটা স্বাভাবিক। মেক্সিমাম দেশেই অর্থনৈতিক, খাদ্য সংকট দেখা দিয়েছে। আমাদের দেশের কৃষি ব্যবস্থা অনেক ভালো।তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কম জমিতে ফলন কিভাবে বেশি পাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। অল্প জমিতে বেশি ফলন আশা করলে অবশ্যই ভালো বীজ বপন করতে হবে।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, রানীশংকৈল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ঠাকুরগাঁও খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) আলমগীর কবির, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীশংকৈলের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার কয়েক শতাধিক কৃষক, কৃষাণিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার নেকমরদ ভবানীপুর ব্লকে রংপুর বিভাগের সর্ববৃহৎ সমলয় চাষ পদ্ধতি প্রদর্শন করেন।