সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হারুন মজুমদার। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৮৬০ ভোট বেশি পেয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অনিল বনিক তৃতীয়বারের মতো জিতেছেন।

বুধবার (৮ মে) রাত ৮টার দিকে ভোটগণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, ফুলগাজী উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৫ হাজার ৬৭১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে ‌‘কাপ-পিরিচ’ প্রতীকের প্রার্থী হারুন মজুমদার বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্ল্যাহ ভূঁঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল হক কালা ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট, আব্দুর রহিম পাটোয়ারী ‘চশমা’ প্রতীকে ৩ হাজার ৮৯১ ভোট, পরিমল চন্দ্র রায় ‘টিউবওয়েল’ প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট এবং সাইফুদ্দিন মজুমদার ‘উড়োজাহাজ’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন

সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হারুন মজুমদার। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৮৬০ ভোট বেশি পেয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অনিল বনিক তৃতীয়বারের মতো জিতেছেন।

বুধবার (৮ মে) রাত ৮টার দিকে ভোটগণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, ফুলগাজী উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৫ হাজার ৬৭১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে ‌‘কাপ-পিরিচ’ প্রতীকের প্রার্থী হারুন মজুমদার বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্ল্যাহ ভূঁঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল হক কালা ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট, আব্দুর রহিম পাটোয়ারী ‘চশমা’ প্রতীকে ৩ হাজার ৮৯১ ভোট, পরিমল চন্দ্র রায় ‘টিউবওয়েল’ প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট এবং সাইফুদ্দিন মজুমদার ‘উড়োজাহাজ’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত