সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রতিবন্ধিতার কারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মূলত নাটোর জেলার সিংড়া উপজেলার বিপুল সংখ্যক ব্যক্তির প্রতিবন্ধিতার কারণ নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চের উদ্যোগে আইকিউএসি সভা কক্ষে এ আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক নীলুফার সুলতানা।
সভার প্রধান আলোচক সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক আঞ্জুমান-আরা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে সিংড়ার প্রতিবন্ধিদের নিয়ে কাজ করছি। এখানে দিন দিন প্রতিবন্ধিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গবির রিসার্চ টিমকে প্রতিবন্ধিতাদের কারণ ও সমাধান নিয়ে গবেষণা করার জন্য অনুরোধ করেছি। আশা করি, এ গবেষণা কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে এবং প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।’
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে কাজে নিযুক্ত সকলকে ধন্যবাদ জানান। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রিসার্চ টিম যাবতীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নীলুফার সুলতানা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কাজ করা শিক্ষক ও কর্মীদের অকুন্ঠ পরিশ্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হন। তারা নিজেদের স্বল্প সামর্থ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই নিঃস্বার্থ পরিশ্রমের কারণেই প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।