মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। পঞ্জিকা অনুযায়ী, সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। সায়ংকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর বোধন সম্পন্ন হবে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, একই নির্ঘণ্ট মেনে রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভক্তরা। সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় দেবীর চরণে প্রণত হবেন তারা। এ বছর গজে চড়ে মর্ত্যে এসেছেন দেবী দুর্গা, আর ফিরবেন দোলায় চড়ে।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে ২৫৯টি মণ্ডপ। প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি।

আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। পঞ্জিকা অনুযায়ী, সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। সায়ংকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর বোধন সম্পন্ন হবে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, একই নির্ঘণ্ট মেনে রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভক্তরা। সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় দেবীর চরণে প্রণত হবেন তারা। এ বছর গজে চড়ে মর্ত্যে এসেছেন দেবী দুর্গা, আর ফিরবেন দোলায় চড়ে।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে ২৫৯টি মণ্ডপ। প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি।

আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত