বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০

বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০
বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০

আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ চলাকালে ১২টি মোটরসাইকেলে আগুন, ভাংচুর ও সরকারি কাজে বাঁধা দেয়া এবং ককটেল বিস্ফোরনে আতংক সৃষ্টি করার অভিযোগে বিএনপির প্রায় ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩শ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী মামলা দুটি দায়ের করেন। মামলায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

এ মামলায় আটককৃতরা হলো- জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।

সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, শনিবার সকালে পদযাত্রার নামে পাইকপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, মোটর সাইকেল পোড়ানো ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২/৩শ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেছেন। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ, ১২টি মোটর সাইকেলে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০

বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০
বিএনপি ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১০

আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ চলাকালে ১২টি মোটরসাইকেলে আগুন, ভাংচুর ও সরকারি কাজে বাঁধা দেয়া এবং ককটেল বিস্ফোরনে আতংক সৃষ্টি করার অভিযোগে বিএনপির প্রায় ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩শ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী মামলা দুটি দায়ের করেন। মামলায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

এ মামলায় আটককৃতরা হলো- জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।

সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, শনিবার সকালে পদযাত্রার নামে পাইকপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, মোটর সাইকেল পোড়ানো ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২/৩শ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেছেন। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ, ১২টি মোটর সাইকেলে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত