দেশে ফেরার পথে বিমানেই প্রবাসীর মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দেশে ফেরার পথে বিমানেই প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।

সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র।

জানা যায়, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।

বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুল্যান্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। তার হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এবং একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশে ফেরার পথে বিমানেই প্রবাসীর মৃত্যু

দেশে ফেরার পথে বিমানেই প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।

সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র।

জানা যায়, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।

বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুল্যান্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। তার হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এবং একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত