ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল তরুণী

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল তরুণী
ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশী তরুণী দুই বছর সাজা শেষ করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (৬ জুন) সকালে সীমান্তের শূন্য রেখায় ভারতের আগরতলা নিযুক্ত সহকারী হাইকমিশনার অফিস তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

ফেরত বাংলাদেশী নাগরিক সীমা আক্তার (২৩) সিরাজগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণ পাড়া ভূঁইয়া বাড়ির আবু বক্কর সিদ্দিক মিয়ার মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ফেনী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে আগরতলা বিমানবন্দর থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ তাকে আটক করেন। পরবর্তীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আদালত তাকে দুই বছর সাজা প্রদান করেন।

দীর্ঘ দুই বছর সাজা ভোগ করে চলিত বছরের এপ্রিলে ৪ তারিখ মুক্ত হয়ে বাংলাদেশ হাইকমিশনার আগরতলা অফিসের তত্বাবধানে দেশে ফিরেন।

এ সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনারের প্রশাসনিক কর্মকর্তা উমর শরীফ, আখাউড়া উপজেলার সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম চৌধুরী, আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. খাইরুল আলম, আখাউড়া আইসিপির হাবিলদার রহুল আমিন এবং ১২০ বিএসএফের কোম্পানি কমান্ডার ভীভেক ধীমান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল তরুণী

ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল তরুণী
ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশী তরুণী দুই বছর সাজা শেষ করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (৬ জুন) সকালে সীমান্তের শূন্য রেখায় ভারতের আগরতলা নিযুক্ত সহকারী হাইকমিশনার অফিস তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

ফেরত বাংলাদেশী নাগরিক সীমা আক্তার (২৩) সিরাজগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণ পাড়া ভূঁইয়া বাড়ির আবু বক্কর সিদ্দিক মিয়ার মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ফেনী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে আগরতলা বিমানবন্দর থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ তাকে আটক করেন। পরবর্তীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আদালত তাকে দুই বছর সাজা প্রদান করেন।

দীর্ঘ দুই বছর সাজা ভোগ করে চলিত বছরের এপ্রিলে ৪ তারিখ মুক্ত হয়ে বাংলাদেশ হাইকমিশনার আগরতলা অফিসের তত্বাবধানে দেশে ফিরেন।

এ সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনারের প্রশাসনিক কর্মকর্তা উমর শরীফ, আখাউড়া উপজেলার সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম চৌধুরী, আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. খাইরুল আলম, আখাউড়া আইসিপির হাবিলদার রহুল আমিন এবং ১২০ বিএসএফের কোম্পানি কমান্ডার ভীভেক ধীমান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত