বলিউড কিং শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ’র কর্মীরা বিপাকে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিং খানের রেড চিলিজের নাম ভাঙিয়ে একটি প্রতারণা চক্র মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে। শাহরুখের এ প্রযোজনা সংস্থারকর্মীরা এমন শুনেই রীতিমতো নড়ে চড়ে বসেছেন।
জানা গেছে, বিজ্ঞপ্তি দিয়ে ‘রেড চিলিজ’র পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ বিজ্ঞাপন ভুয়া। এর সঙ্গে শাহরুখের প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্ঠতা নেই।
রেড চিলিজের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে একাধিক সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভুয়া অফার দেখা যাচ্ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এ ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’ তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।