পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং
ছবি : প্রতিনিধি

ছয় দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এটি চালু করা হয়। এর ফলে এ কেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটির (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে।

সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। তবে দেশের কথা চিন্তা করে কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে আজ বিকাল সাড়ে ৪টায় চালু করতে সক্ষম হয়।

বর্তমানে কেন্দ্র থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং
ছবি : প্রতিনিধি

ছয় দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এটি চালু করা হয়। এর ফলে এ কেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটির (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে।

সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। তবে দেশের কথা চিন্তা করে কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে আজ বিকাল সাড়ে ৪টায় চালু করতে সক্ষম হয়।

বর্তমানে কেন্দ্র থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত