ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

মোঃ হাছান ক্যাম্পাস প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা
ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেটে সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়তে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, তবে শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আজ বুধবার ১১টায় উপাচার্যের বাংলোয় উপাচার্যের বাংলোয় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় । তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আজ বিকেল ১টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।

এদিকে বেলা তিনটা থেকে শিক্ষকদের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপরে পুলিশ ও ছাত্রলীগের দমনপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং কোঠা সংস্কারের নানা ধরনের স্লোগান দিতে থাকেন, “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে “।

তবে হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার পর থেকে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা
ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেটে সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়তে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, তবে শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আজ বুধবার ১১টায় উপাচার্যের বাংলোয় উপাচার্যের বাংলোয় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় । তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আজ বিকেল ১টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।

এদিকে বেলা তিনটা থেকে শিক্ষকদের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপরে পুলিশ ও ছাত্রলীগের দমনপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং কোঠা সংস্কারের নানা ধরনের স্লোগান দিতে থাকেন, “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে “।

তবে হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার পর থেকে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।