পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
প্রতীকী ছবি

বাংলাদেশ ছেড়ে কোনো দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী যেন পালাতে না পারে, তার জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী।

বুধবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়–পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন ও চুয়াডাঙ্গার দর্শনায় দুজনসহ চারজনকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বিজিবি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
প্রতীকী ছবি

বাংলাদেশ ছেড়ে কোনো দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী যেন পালাতে না পারে, তার জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী।

বুধবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়–পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন ও চুয়াডাঙ্গার দর্শনায় দুজনসহ চারজনকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বিজিবি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত