বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণে কমিটি করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণে কমিটি করেছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ডার ম্যানেজমেন্ট ডিভিশন (এমএইচএ) একটি আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি আদেশ অনুসারে, কমিটিকে ভারতীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে উন্মুক্ত যোগাযোগের মাধ্যম বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মোদি সরকার বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। কমিটির প্রাথমিক দায়িত্ব হল ভারতীয় নাগরিক, হিন্দু এবং বাংলাদেশে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণে কমিটি করেছে ভারত

বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণে কমিটি করেছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ডার ম্যানেজমেন্ট ডিভিশন (এমএইচএ) একটি আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি আদেশ অনুসারে, কমিটিকে ভারতীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে উন্মুক্ত যোগাযোগের মাধ্যম বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মোদি সরকার বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। কমিটির প্রাথমিক দায়িত্ব হল ভারতীয় নাগরিক, হিন্দু এবং বাংলাদেশে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত