গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রবিবার থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবু হারেস বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আগামী রবিবার (১৮ আগস্ট) হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া জরুরি নোটিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই কোটা আন্দোলনের মাঝে ইউজিসির নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টি।