স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুটি পরিদর্শন কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২১ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের জন্য পৃথক দুটি পরিদর্শন কমিটি করা হয়েছে। ডিএসই’র কমিটিতে নেতৃত্ব দেবেন বিএসইসি’র পরিচালক আবুল কালাম। সিএসসি’র কমিটিতে নেতৃত্ব দেবেন বিএসইসি’র পরিচালক ফখরুল ইসলাম মজুমদার।

বিএসইসি’র নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২(২) (ঝ) এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলো কমিটির নিরীক্ষা কার্যক্রমে সহায়তা করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমতি নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়। এই কমিটি আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

এ সংক্রান্ত চিঠি কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চার সদস্যের পরিদর্শন কমিটিতে বিএসইসি’র পরিচালক মো.আবুল কালামকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূইয়ান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে বিএসইসি’র পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে কমিটি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন

স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুটি পরিদর্শন কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২১ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের জন্য পৃথক দুটি পরিদর্শন কমিটি করা হয়েছে। ডিএসই’র কমিটিতে নেতৃত্ব দেবেন বিএসইসি’র পরিচালক আবুল কালাম। সিএসসি’র কমিটিতে নেতৃত্ব দেবেন বিএসইসি’র পরিচালক ফখরুল ইসলাম মজুমদার।

বিএসইসি’র নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২(২) (ঝ) এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলো কমিটির নিরীক্ষা কার্যক্রমে সহায়তা করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমতি নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়। এই কমিটি আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

এ সংক্রান্ত চিঠি কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চার সদস্যের পরিদর্শন কমিটিতে বিএসইসি’র পরিচালক মো.আবুল কালামকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূইয়ান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে বিএসইসি’র পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে কমিটি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত