কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইসমাইল ওই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, ইসমাইলের ঘরে প্রবেশ করে ৮-১০ জন দুর্বৃত্ত। তারা ইসমাইলকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে অন্যরা ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।