মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাসুদুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৭টার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতের ভাতিজা জুম্মইবান হাফিজ অভি বলেন, জাফরাবাদ পুলপার বাজারে বসেছিলেন, সেখানে অতর্কিতভাবে ১৫ থেকে ২০ জন যুবক হেলমেট মাথায় ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে বলতে পারেননি আহতের স্বজনরা।

অভি আরও বলেন, সেখানে ঘটনাস্থলে বুরহান (৩৮) ও মুকুল (৩৫) নামে আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

আহত মাসুদুর মোহাম্মদপুর জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাকিম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাসুদুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৭টার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতের ভাতিজা জুম্মইবান হাফিজ অভি বলেন, জাফরাবাদ পুলপার বাজারে বসেছিলেন, সেখানে অতর্কিতভাবে ১৫ থেকে ২০ জন যুবক হেলমেট মাথায় ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে বলতে পারেননি আহতের স্বজনরা।

অভি আরও বলেন, সেখানে ঘটনাস্থলে বুরহান (৩৮) ও মুকুল (৩৫) নামে আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

আহত মাসুদুর মোহাম্মদপুর জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাকিম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত