শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ৮ টিপস জেনে নিন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ৮ টিপস জেনে নিন

আসছে শীতকাল। এসময় ত্বকের পাশাপাশি ফাটতে শুরু করে ঠোঁটও। ফলে ম্যাট লিপস্টিক ব্যবহারে দেখা দেয় বিপত্তি। কারণ ম্যাট লিপস্টিক ঠিক মতো বসে না ফাটা ঠোঁটে। আবার কোনোভাবে যদিওবা বসে, ঠোঁট কুঁচকে যায় বা ফেটে যায়। ফলে অনেকে শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারই করেন না। তবে কিছু নিয়ম মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ফাটবে না ঠোঁট, রঙটাও স্থায়ী হবে অনেকক্ষণ।

১. ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।

২. গোসলের পর ঠোঁটে সামান্য লিপ বাম কিংবা শিয়া বাটার মেখে রাখুন।

৩.ঠোঁটে প্রাইমার দিন। লিপস্টিকের রঙ অনেকক্ষণ স্থায়ী হবে। সঠিকভাবে ফুটেও উঠবে রঙ। এছাড়া ম্যাট লিপস্টিক ব্যবহার করলেও ঠোঁট শুকিয়ে যাবে না।

৪.ঠোঁটে ফাউন্ডেশন লাগান। শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরলেও লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে ঠোঁটে।

৫.লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশে সুন্দর করে এঁকে নিন।

৬.লিপ লাইনারের সঙ্গে লিপস্টিকের ব্লেন্ড যেন ভালোভাবে হয় সে দিকে নজর দিতে হবে।

৭.এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন।

৮.লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালো ভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ৮ টিপস জেনে নিন

শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ৮ টিপস জেনে নিন

আসছে শীতকাল। এসময় ত্বকের পাশাপাশি ফাটতে শুরু করে ঠোঁটও। ফলে ম্যাট লিপস্টিক ব্যবহারে দেখা দেয় বিপত্তি। কারণ ম্যাট লিপস্টিক ঠিক মতো বসে না ফাটা ঠোঁটে। আবার কোনোভাবে যদিওবা বসে, ঠোঁট কুঁচকে যায় বা ফেটে যায়। ফলে অনেকে শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারই করেন না। তবে কিছু নিয়ম মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ফাটবে না ঠোঁট, রঙটাও স্থায়ী হবে অনেকক্ষণ।

১. ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।

২. গোসলের পর ঠোঁটে সামান্য লিপ বাম কিংবা শিয়া বাটার মেখে রাখুন।

৩.ঠোঁটে প্রাইমার দিন। লিপস্টিকের রঙ অনেকক্ষণ স্থায়ী হবে। সঠিকভাবে ফুটেও উঠবে রঙ। এছাড়া ম্যাট লিপস্টিক ব্যবহার করলেও ঠোঁট শুকিয়ে যাবে না।

৪.ঠোঁটে ফাউন্ডেশন লাগান। শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরলেও লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে ঠোঁটে।

৫.লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশে সুন্দর করে এঁকে নিন।

৬.লিপ লাইনারের সঙ্গে লিপস্টিকের ব্লেন্ড যেন ভালোভাবে হয় সে দিকে নজর দিতে হবে।

৭.এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন।

৮.লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালো ভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।