কেউ নিজের ‘ময়দান’ ছাড়তে রাজি নয়। আর সেই ‘ময়দান’ দখলের আকাশেই যুদ্ধে জড়াল দুই ঈগল। উড়তে উড়তে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। আকাশে দুই শিকারির যুদ্ধের সেই বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আজাদ সিংহ রাঠৌর নামে এক ব্যক্তির টুইটে্ দুই শিকারির যুদ্ধের সেই বিরল দৃশ্যের ভিডিওটি শেয়ার করা হয়েছে। এরই মধ্যে ৪৩ লাখ বার দেখা হয়েছে সেই ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি পাহাড়ি এলাকায় একটি ঈগল আচমকাই অন্য একটি ঈগলের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর একটি আর একটির পা দিয়ে পরস্পরকে আঁকড়ে ধরল। সেই অবস্থানেই শূন্যে ডিগবাজি খেতে খেতে নিজেদের শক্তি পরীক্ষায় মেতে উঠল ঈগল দু’টি। প্রায় ২০-৩০ ফুট ওপর থেকে পাক খেতে খেতে মাটিতে পড়ার আগেই একে অপরকে ছেড়ে দেয়।