এক্সিডেন্টে হাসপাতালে বর, সেখানেই বিয়ে সম্পন্ন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
এক্সিডেন্টে হাসপাতালে বর, সেখানেই বিয়ে সম্পন্ন
হাসপাতালে বিয়ে করতে হাজির কনে

ভালোবাসার মানুষকে পাশে রাখতে অমরিতা সরকার হাসপাতালেই বিয়ে করেছেন প্রিয় আনন্দ সাহাকে। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের আফরোজা বেগম হাসপাতালে ধর্মীয় রীতিনীতি মেনে এই আয়োজন সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই বিশেষ বিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ছবিতে দেখা যায়, দুই হাত ও পায়ে ব্যান্ডেজ থাকা বর বিছানায় শুয়ে আছেন। কনে অমরিতা পানপাতা দিয়ে মুখ ঢেকে বরকে ঘিরে সাত পাক ঘুরে মালাবদল সম্পন্ন করেন। এরপর বর বিছানায় শুয়ে স্ত্রী অমরিতার কপালে সিঁদুর পরান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনন্দ সাহা ও অমরিতার পরিচয় এক বছরের বেশি সময় ধরে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক করা হয়েছিল ১৫ ডিসেম্বর। জুন মাসে আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু ৭ আগস্ট ঢাকা থেকে মানিকগঞ্জ ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ। তাঁর দুই হাত ও ডান পা ভেঙে যায়, কোমরেও আঘাত পান। প্রথমে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে মানিকগঞ্জে আফরোজা বেগম হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নববধূ অমরিতা বলেন, আনন্দ নিজের কাজ নিজে করতে পারছেন না। এই সময়ে পাশে থেকে সেবা করার জন্যই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

আনন্দ সাহার পিতা অরবিন্দ সাহা জানান, দুর্ঘটনার আগে বিয়ে ঠিক করা হয়েছিল। তবে ছেলের চিকিৎসার সময় পাশে থাকার জন্য অমরিতা নিজেই দ্রুত বিয়ে করতে রাজি হন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আনন্দ আগের চেয়ে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে আরও তিন মাস সময় লাগবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এক্সিডেন্টে হাসপাতালে বর, সেখানেই বিয়ে সম্পন্ন

এক্সিডেন্টে হাসপাতালে বর, সেখানেই বিয়ে সম্পন্ন
হাসপাতালে বিয়ে করতে হাজির কনে

ভালোবাসার মানুষকে পাশে রাখতে অমরিতা সরকার হাসপাতালেই বিয়ে করেছেন প্রিয় আনন্দ সাহাকে। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের আফরোজা বেগম হাসপাতালে ধর্মীয় রীতিনীতি মেনে এই আয়োজন সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই বিশেষ বিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ছবিতে দেখা যায়, দুই হাত ও পায়ে ব্যান্ডেজ থাকা বর বিছানায় শুয়ে আছেন। কনে অমরিতা পানপাতা দিয়ে মুখ ঢেকে বরকে ঘিরে সাত পাক ঘুরে মালাবদল সম্পন্ন করেন। এরপর বর বিছানায় শুয়ে স্ত্রী অমরিতার কপালে সিঁদুর পরান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনন্দ সাহা ও অমরিতার পরিচয় এক বছরের বেশি সময় ধরে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক করা হয়েছিল ১৫ ডিসেম্বর। জুন মাসে আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু ৭ আগস্ট ঢাকা থেকে মানিকগঞ্জ ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ। তাঁর দুই হাত ও ডান পা ভেঙে যায়, কোমরেও আঘাত পান। প্রথমে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে মানিকগঞ্জে আফরোজা বেগম হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নববধূ অমরিতা বলেন, আনন্দ নিজের কাজ নিজে করতে পারছেন না। এই সময়ে পাশে থেকে সেবা করার জন্যই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

আনন্দ সাহার পিতা অরবিন্দ সাহা জানান, দুর্ঘটনার আগে বিয়ে ঠিক করা হয়েছিল। তবে ছেলের চিকিৎসার সময় পাশে থাকার জন্য অমরিতা নিজেই দ্রুত বিয়ে করতে রাজি হন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আনন্দ আগের চেয়ে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে আরও তিন মাস সময় লাগবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত