গ্রিসের উপকূলের কাছে ভূমধ্যসাগরের গভীরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো একটি হারানো শহর খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, শহরটি একসময় ছিল প্রাচীন গ্রিক সভ্যতার একটি বাণিজ্যকেন্দ্র।
আধুনিক প্রযুক্তির সাহায্যে পানির নিচে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা শহরের ধ্বংসাবশেষ, রাস্তার ধারা, বিশাল পাথরের প্রাচীর এবং কিছু পাত্র-কলস আবিষ্কার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে এই শহর পানির নিচে চাপা পড়ে যায়।
গবেষক দলের প্রধান নিকোলাস কস্তাস জানান, “এটি শুধু একটি হারানো শহর নয়, বরং প্রাচীন সভ্যতার অর্থনীতি ও জীবনযাত্রা বোঝার নতুন দিগন্ত খুলে দেবে।”