ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
ভোটের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবাসিক ও অনাবাসিক ক্যাম্পাসে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে। তিনি বলেন, “বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তারা সবাই ভোট দিতে পারবেন। কেউ ভোটার আইডি নকল করে ঢুকলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভোট গণনায় ব্যবহৃত হচ্ছে আধুনিক ওএমআর (Optical Mark Recognition) প্রযুক্তি। ভোট শেষে প্রতিটি কেন্দ্রে সরাসরি এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শন করা হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।