ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিতদের মধ্যে ৫ জনকে ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্যপদের জন্য সুপারিশ করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা।
বৈঠক শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে যাদের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন—
ডাকসুর ভিপি সাদিক কায়েম
জিএস এস এম ফরহাদ
এজিএস মহিউদ্দীন খান
সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না
পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ২৩টি পদে জয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।