২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম.ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় হয়নি—এ কারণে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতোমধ্যে তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে।
বৈধ ছাত্রত্ব না থাকায় ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। এ প্রেক্ষিতে সাধারণ সম্পাদক (জিএস) পদে তার নির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এই সুপারিশ এসেছে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের ভিত্তিতে।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নির্বাচনে ভোট কেন্দ্র দখল, কৃত্রিম লাইন সৃষ্টি, ব্যালটে অবৈধ সিল মারা, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের কারচুপির প্রমাণ মেলেছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অধিকতর তদন্ত প্রয়োজন।