রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গননায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও জানান, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আয়োজন করা হবে। পাশাপাশি এসব অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও কাজে লাগবে।
ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। আমরা আশা করি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।”