বাংলাদেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বলেন, এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি স্মরণ করান, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের পাশে থাকা ঢাকা ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং গত পাঁচ দশক ধরে সেই অবস্থান বজায় রেখেছে।
তিনি বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি, তাই চার দেশের স্বীকৃতিকে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করছি। এটি একটি সুখবর।”
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনিরা ২০০-এর বেশি দেশের সমর্থন পেয়েছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীন রাষ্ট্র গঠনের পথে ফিলিস্তিনের জন্য এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।
ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশের স্বীকৃতি পাবে ফিলিস্তিন।