চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের ভোট প্রদান করতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে তিনি সমাজবিজ্ঞান অনুষদে অবস্থিত একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করেছি। আশা করছি, এই পরিবেশ ফলাফল ঘোষণার সময় পর্যন্ত বজায় থাকবে।”