রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন চোর বোরকা পরে দোকানে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ সোনা নিয়ে যায়।
দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, “দোকানে প্রায় ৪০০ ভরি সোনার অলংকার ও ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। সঙ্গে ছিল ৪০ হাজার টাকাও। সব কিছুই নিয়ে গেছে চোরেরা।”
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্তে অভিযান চলছে।
এর আগে গত রোববার যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি হয়।