মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে: ঢামেক পরিচালক

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়া মরদেহগুলো খুব দ্রুত সময়ের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “মিরপুরে রাসায়নিক কারখানা ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১৬ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো আগুনে এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন যে তারা তাদের স্বজনদের শনাক্ত করতে পেরেছেন। তবে পুলিশ ও জেলা প্রশাসন নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করতে চাচ্ছে না। শনাক্ত নিশ্চিত হওয়ার পরই ডিএনএ নমুনা রেখে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, “যেসব মরদেহের কোনো দাবি আসবে না, সেগুলো কয়েকদিন সংরক্ষণ করা হবে। এরপর প্রয়োজনে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি বলেন, “মিরপুর থানা পুলিশ ও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে সমন্বয় করছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে: ঢামেক পরিচালক

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়া মরদেহগুলো খুব দ্রুত সময়ের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “মিরপুরে রাসায়নিক কারখানা ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১৬ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো আগুনে এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন যে তারা তাদের স্বজনদের শনাক্ত করতে পেরেছেন। তবে পুলিশ ও জেলা প্রশাসন নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করতে চাচ্ছে না। শনাক্ত নিশ্চিত হওয়ার পরই ডিএনএ নমুনা রেখে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, “যেসব মরদেহের কোনো দাবি আসবে না, সেগুলো কয়েকদিন সংরক্ষণ করা হবে। এরপর প্রয়োজনে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি বলেন, “মিরপুর থানা পুলিশ ও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে সমন্বয় করছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত