সৌদির মরুভূমি থেকে ১৫ দিন পর প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সৌদির মরুভূমি থেকে ১৫ দিন পর প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমি থেকে উদ্ধার হলো মাদারীপুরের শিবচর উপজেলার যুবক সবুজ মাতুব্বরের লাশ। বালু ও পাথরের নিচে চাপা পড়া অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

সোমবার মরুভূমিতে পাওয়া লাশের চেহারা বিকৃত থাকায় প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সেখানে থাকা পরিচিত প্রবাসীরা পোশাক ও অন্যান্য পরিচয়ের সূত্র ধরে নিহত যুবককে সবুজ মাতুব্বর হিসেবে শনাক্ত করেন। খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে তার পরিবারে।

নিহত সবুজ শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।

পরিবার জানায়, ভাগ্য পরিবর্তনের আশায় আট মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে কাজ করলেও পরবর্তীতে চাকরির সন্ধানে চলে যান আল কাসিম এলাকায়। দরিদ্র ভ্যানচালক বাবা ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিলেন, আশা ছিল ছেলে ভালো কাজ পেয়ে দেনা শোধ করে ঘর তুলবেন। কিন্তু সেই স্বপ্ন এখন শোকে পরিণত হয়েছে।

সৌদি পুলিশের বরাতে জানা যায়, আল কাসিম অঞ্চলের মরুভূমিতে বালু ও পাথরের নিচে চাপা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাংলাদেশিরা সেটি সবুজের বলে শনাক্ত করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। পরিবার চাইলে মরদেহ দেশে আনার বিষয়ে নিয়ম অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদির মরুভূমি থেকে ১৫ দিন পর প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

সৌদির মরুভূমি থেকে ১৫ দিন পর প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমি থেকে উদ্ধার হলো মাদারীপুরের শিবচর উপজেলার যুবক সবুজ মাতুব্বরের লাশ। বালু ও পাথরের নিচে চাপা পড়া অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

সোমবার মরুভূমিতে পাওয়া লাশের চেহারা বিকৃত থাকায় প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সেখানে থাকা পরিচিত প্রবাসীরা পোশাক ও অন্যান্য পরিচয়ের সূত্র ধরে নিহত যুবককে সবুজ মাতুব্বর হিসেবে শনাক্ত করেন। খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে তার পরিবারে।

নিহত সবুজ শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।

পরিবার জানায়, ভাগ্য পরিবর্তনের আশায় আট মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে কাজ করলেও পরবর্তীতে চাকরির সন্ধানে চলে যান আল কাসিম এলাকায়। দরিদ্র ভ্যানচালক বাবা ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছিলেন, আশা ছিল ছেলে ভালো কাজ পেয়ে দেনা শোধ করে ঘর তুলবেন। কিন্তু সেই স্বপ্ন এখন শোকে পরিণত হয়েছে।

সৌদি পুলিশের বরাতে জানা যায়, আল কাসিম অঞ্চলের মরুভূমিতে বালু ও পাথরের নিচে চাপা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাংলাদেশিরা সেটি সবুজের বলে শনাক্ত করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। পরিবার চাইলে মরদেহ দেশে আনার বিষয়ে নিয়ম অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত