আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।”

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফল হলো ‘জুলাই সনদ’। আপনারা অনেক ভেবে-চিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এর মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো প্রক্রিয়ার ভেতরে থাকার কারণে এখনও বিষয়টির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারছেন না।”

তিনি জানান,’জুলাই সনদ’-এর কপি সব দলের কাছে পৌঁছে দেওয়া হবে। যতদিন তিনি দায়িত্বে থাকবেন, ততদিন এই গুরুত্বপূর্ণ দলিলগুলোর সংরক্ষণ ও প্রচার নিশ্চিত করবেন। “প্রত্যেকের কাছে কপি পৌঁছে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন—কোন কোন বিষয়ে আপনারা ঐকমত্যে পৌঁছেছেন। এই দলিলটি সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।”

শেষে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান— “জুলাই সনদে যেসব সিদ্ধান্ত এসেছে, সেগুলো দৈনন্দিন জীবন ও রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করতে হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।”

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফল হলো ‘জুলাই সনদ’। আপনারা অনেক ভেবে-চিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এর মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো প্রক্রিয়ার ভেতরে থাকার কারণে এখনও বিষয়টির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারছেন না।”

তিনি জানান,’জুলাই সনদ’-এর কপি সব দলের কাছে পৌঁছে দেওয়া হবে। যতদিন তিনি দায়িত্বে থাকবেন, ততদিন এই গুরুত্বপূর্ণ দলিলগুলোর সংরক্ষণ ও প্রচার নিশ্চিত করবেন। “প্রত্যেকের কাছে কপি পৌঁছে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন—কোন কোন বিষয়ে আপনারা ঐকমত্যে পৌঁছেছেন। এই দলিলটি সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।”

শেষে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান— “জুলাই সনদে যেসব সিদ্ধান্ত এসেছে, সেগুলো দৈনন্দিন জীবন ও রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করতে হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত