ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কয়েকদিন পর মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের উদীয়মান মডেল ও জনপ্রিয় টিকটক তারকা রুমাইসা সাঈদ। গত ১৭ অক্টোবর তার মৃত্যু হয়। তরুণ এ মডেলের অকাল প্রয়াণে ফ্যাশন অঙ্গন ও অনলাইন সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
রুমাইসা সাঈদ মৃত্যুর কয়েকদিন আগে পাকিস্তানের ফয়সালাবাদের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার জানাজা ফয়সালাবাদে অনুষ্ঠিত হয় এবং নানকানা সাহেবের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রুমাইসা খুব অল্প সময়েই ফ্যাশন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফ্যাশন শোয়ে তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য টিকটক ও ইনস্টাগ্রামে তিনি হাজারো অনুসারীর মন জয় করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী তারকা, অনলাইন ইনফ্লুয়েন্সার এবং অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।