বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে তারা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের দাবি জানান।
এরপর অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা। তারা বাড়িভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন।
টানা আটদিন আন্দোলনের পর রবিবার সকালে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণের আদেশ জারি করে।
সরকার জানায়, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।