ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম ধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, “বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকদের ভোট দিতে কোনো বাধা নেই। তারা ভোট না দিলেও নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। এনসিপি যে প্রতীক চায় তা তালিকাবহির্ভূত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাই সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসি অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে।”

এ সময় সিইসি আশ্বস্ত করে বলেন, “বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয়—এমন কিছু নীতিমালায় রাখা হয়নি। একটি সুন্দর, নিরপেক্ষ ও ফেয়ার নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। বড় কোনো আশঙ্কা করছি না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি প্রবাসী নাগরিকরাও যেন এবারের নির্বাচনে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে।”

সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশাররফ, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, জিওসি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, র‌্যাব-৮ অধিনায়ক, সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম ধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, “বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকদের ভোট দিতে কোনো বাধা নেই। তারা ভোট না দিলেও নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। এনসিপি যে প্রতীক চায় তা তালিকাবহির্ভূত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাই সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসি অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে।”

এ সময় সিইসি আশ্বস্ত করে বলেন, “বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয়—এমন কিছু নীতিমালায় রাখা হয়নি। একটি সুন্দর, নিরপেক্ষ ও ফেয়ার নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। বড় কোনো আশঙ্কা করছি না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি প্রবাসী নাগরিকরাও যেন এবারের নির্বাচনে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে।”

সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশাররফ, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, জিওসি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, র‌্যাব-৮ অধিনায়ক, সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত