বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে ৯টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্টের কাজ চলছে।

তিনি বলেন, “বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রোববার বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের তথ্যমতে, বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে ৯টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্টের কাজ চলছে।

তিনি বলেন, “বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রোববার বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের তথ্যমতে, বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত