চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন এই সড়কে। নিরাপদ চলাচলের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।