হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত ফ্লাইট চলাচল রাতের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ফ্লাইট চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
এদিকে বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রনিক্স ও কেমিক্যাল গোডাউনে, যেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন প্রলয়ঙ্করী রূপ নেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কার্গো ভিলেজে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।