আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পুরো ৫০ ওভার খেলতে না পারার হতাশা এখনও কাটেনি বাংলাদেশ দলের। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আশা ছিল এবার অন্তত দল পূর্ণ ৫০ ওভার ব্যাট করবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও সেই আশা পূরণ হলো না।
শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংস শেষ হয় ৪৯.৩ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে।
ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। দলের ৮ রানের মধ্যেই দুই ওপেনার সৌম্য সরকার (৬ বলে ৪) ও সাইফ হাসান (৬ বলে ৩) সাজঘরে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দলকে কিছুটা স্থিতি এনে দেন। শান্ত ৬৩ বলে ৩২ রান করে বিদায় নেন, আর হৃদয় লড়াই করে ৯০ বলে ৫১ রানে ফেরেন।
অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও দেখিয়েছেন ধৈর্য ও সম্ভাবনা। ৭৬ বলে ৪৬ রানে বোল্ড হন রোস্টন চেইজের বলে। অধিনায়ক মিরাজ ২৭ বলে ১৭ রান করে ফেরেন।
শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে কিছুটা ভরসা জোগায় দলকে। তানভীর ইসলামের ছক্কায় বাংলাদেশ ২০০ রানের ঘর পার করে। তানভীর অপরাজিত ছিলেন ৯ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস নেন ৩ উইকেট, রোস্টন চেইজ ও জাস্টিন গ্রেইভস নেন ২টি করে, আর ১টি করে উইকেট পান রোমারিও শেফার্ড ও খায়েরে পিয়েরে।
এই ম্যাচেও পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারায় আফগানিস্তান সিরিজের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটল। এখন মেহেদী মিরাজদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ব্যাটিং ধস থেকে দলকে টেনে তোলা।