ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধানসহ আইনশৃঙ্খলা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। সভার উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং ভোট কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা।

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ১৭১, যা দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় বাড়ছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮ এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় ভোটকেন্দ্র নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ, সংখ্যালঘুদের সুরক্ষা, অবৈধ অস্ত্র রোধ, সাইবার নিরাপত্তা, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক সুরক্ষা, মোতায়েন পরিকল্পনা, দুর্গম এলাকায় সহায়তা, ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ এবং দ্বাদশ ও ত্রয়োদশ নির্বাচনের তুলনামূলক তথ্য উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধানসহ আইনশৃঙ্খলা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। সভার উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং ভোট কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা।

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ১৭১, যা দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় বাড়ছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮ এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় ভোটকেন্দ্র নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ, সংখ্যালঘুদের সুরক্ষা, অবৈধ অস্ত্র রোধ, সাইবার নিরাপত্তা, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক সুরক্ষা, মোতায়েন পরিকল্পনা, দুর্গম এলাকায় সহায়তা, ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ এবং দ্বাদশ ও ত্রয়োদশ নির্বাচনের তুলনামূলক তথ্য উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত