দুর্নীতি না থাকলে দেশ হতো সিঙ্গাপুর— নূরুল ইসলাম সাদ্দাম

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দুর্নীতি না থাকলে দেশ হতো সিঙ্গাপুর— নূরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। তিনি বলেন, দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে জীবন দিচ্ছে, অথচ জাতি গঠনের মূল কারিগর শিক্ষকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও প্রদান করা হয় না।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সেক্রেটারি আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। সমাজে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়ানো জরুরি। দেশের উন্নয়নের জন্য মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। এখন ব্যাংক ডাকাতি করতে বন্দুক ধরতে হয় না—যে ব্যাংক খোলে, সেই-ই টাকা লুটে নেয়। রাজনীতিবিদদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।”

বিশেষ অতিথি অধ্যাপক মো. তৌহিদ হোসাইন বলেন, “ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও ভিন্ন। আমরা তাদের নিয়ে খুব কম ভাবি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যদিও সমাজে অবহেলিত, কিন্তু আখিরাতে আপনারা সর্বোচ্চ মর্যাদা পাবেন। আপনাদের জন্য বিচারও সহজ হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৫ ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দুর্নীতি না থাকলে দেশ হতো সিঙ্গাপুর— নূরুল ইসলাম সাদ্দাম

দুর্নীতি না থাকলে দেশ হতো সিঙ্গাপুর— নূরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। তিনি বলেন, দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে জীবন দিচ্ছে, অথচ জাতি গঠনের মূল কারিগর শিক্ষকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও প্রদান করা হয় না।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সেক্রেটারি আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। সমাজে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়ানো জরুরি। দেশের উন্নয়নের জন্য মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। এখন ব্যাংক ডাকাতি করতে বন্দুক ধরতে হয় না—যে ব্যাংক খোলে, সেই-ই টাকা লুটে নেয়। রাজনীতিবিদদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।”

বিশেষ অতিথি অধ্যাপক মো. তৌহিদ হোসাইন বলেন, “ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও ভিন্ন। আমরা তাদের নিয়ে খুব কম ভাবি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যদিও সমাজে অবহেলিত, কিন্তু আখিরাতে আপনারা সর্বোচ্চ মর্যাদা পাবেন। আপনাদের জন্য বিচারও সহজ হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৫ ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত