মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু্ই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোল্লা বংশ ও হাওলাদার বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (০৩ মার্চ) সকাল নয়টার দিকে বালিয়া গ্রামে সংঘর্ষের সময় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

গুরুতর আহতরা হলেন, তারাই হাওলাদার (২৮), জয়নাল হাওলাদার (২৯), ধলু মাতুব্বর (৫২),মুন্না হাওলাদার (২৫), ইউনুস হাওলাদার (৫৮), ওলি মাতুব্বর (৫০), জাহিদুর মোল্লা (৪৯), শওকত ফকির (২৪), বিউটি বেগম (৪৩) চানমিয়া হাওলাদার, লুৎফর হাওলাদার, এসকেন্দ হাওলাদার, এসকেন্দার মাতুব্বরসহ বেশ কয়কজন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিল্টন মোল্লার গ্রুপের সাথে সিরাজ হাওলাদার গ্রুপের মধ্যে জমিজমা ও নির্বাচন ইস্যু নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রাতে বেশ কয়েকজন আহত হয়। তারই জের ধরে আবার শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষের লোকজনেরা। এ সময় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়। উভয় পক্ষের নারীসহ ২০ জনের বেশি আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন আছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু্ই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোল্লা বংশ ও হাওলাদার বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (০৩ মার্চ) সকাল নয়টার দিকে বালিয়া গ্রামে সংঘর্ষের সময় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

গুরুতর আহতরা হলেন, তারাই হাওলাদার (২৮), জয়নাল হাওলাদার (২৯), ধলু মাতুব্বর (৫২),মুন্না হাওলাদার (২৫), ইউনুস হাওলাদার (৫৮), ওলি মাতুব্বর (৫০), জাহিদুর মোল্লা (৪৯), শওকত ফকির (২৪), বিউটি বেগম (৪৩) চানমিয়া হাওলাদার, লুৎফর হাওলাদার, এসকেন্দ হাওলাদার, এসকেন্দার মাতুব্বরসহ বেশ কয়কজন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিল্টন মোল্লার গ্রুপের সাথে সিরাজ হাওলাদার গ্রুপের মধ্যে জমিজমা ও নির্বাচন ইস্যু নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রাতে বেশ কয়েকজন আহত হয়। তারই জের ধরে আবার শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষের লোকজনেরা। এ সময় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়। উভয় পক্ষের নারীসহ ২০ জনের বেশি আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন আছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত