চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকের। এছাড়া অভিযুক্ত আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম।
জানা গেছে, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, তিনি আত্মহত্যা করেছেন।
তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করেন, তার ছেলে হত্যা করা হয়েছে। এবার মামা আলমগীর কুমকুম আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত সোমবার পর্যবেক্ষণ করেন, “সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেনি।” আদালতের এই মন্তব্যের পরই মামলার পুনঃতদন্তের নির্দেশ আসে।


